॥ আলমগীর মানিক ॥
রাঙামাটির বাঘাইছড়িতে আঞ্চলিক দলীয় দুই গ্রুপের বন্দুকযুদ্ধে বসু চাকমা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে
শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার সময় এই ঘটনা ঘটে। নিহত বসু চাকমা জেএসএস (এমএন) লারমা গ্রুপের সদস্য বলে স্থানীয়রা জানিয়েছে।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহসহ একটি বন্দুক, একটি এলজি ও ৯ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
বাঘাইছড়ি থানা পুলিশের এসআই মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন পাহাড়ি দু’দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে। আমরা তার লাশ উদ্ধার করেছি। এই ঘটনায় জেএএস সংস্কারপন্থীদের পক্ষ থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ি করা হয়েছে।
এমএন লারমার এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাঘাইছড়ি উপজেলা সদরের বাবু পাড়ার কমিউনিটি সেন্টারের সম্মুখের একটি ঘরে আমরা সকলেই মিলে ভাত খেতে বসেছিলাম। এরই মধ্যে কোনো কিছু বুঝে উঠার আগেই জেএসএস সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমাদের বসু চাকমাকে ঘটনাস্থলেই নিহত করেছে।