॥ স্টাফ রিপোর্টার ॥
কাজের স্বীকৃতি যে কোনো কর্মকর্তাকে আরো উদ্দীপ্ত এবং উজ্জীবীত করে। এমনি এক সেরা স্বীকৃতি পেলেন রাঙামাটি জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
রাঙামাটি পার্বত্য জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতি স্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ ২০২৪’ (আইজিপি ব্যাজ) পেলেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম, বিপিএম ফরহাদ হোসেনকে এই ব্যাজ পরিয়ে দেন।
এই প্রাপ্তিতে আনন্দিত রাঙামাটি পুলিশ বিভাগে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা ও সাধার সিপাহীরা। রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” (আইজিপি ব্যাজ) প্রাপ্তিতে জেলা পুলিশের সকল সদস্যদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়েছে।