॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌর এলাকার কাঁঠালতলীর মসজিদ কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী ও পারিবারিক ব্যবহার্য তৈজসপত্র সহায়তা দিয়েছে আওয়ামীলীগ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি পৌরসভা।
রোববার বিকাল ৫টায় আওয়ামীলীগ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি পৌরসভা যৌথ আয়োজনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী ও পারিবারিক ব্যবহার্য উপকরণ সামগ্রী সহায়তা দেওয়া হয়।
রাঙামাটির স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির পক্ষে প্রয়োজনীয় সকল তৈজসপত্র, খাদ্য সামগ্রী ও শাড়ী, লুঙ্গি, গামছা ইত্যাদি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন ও রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, সহ-সভাপতি মো. আবু সৈয়দ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারদের হাতে তুলে দেন। এছাড়াও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ৯ পরিবারকে ১০ হাজার ও ৭ জনকে ৫হাজার করে ৩৫ হাজারসহ মোট ১লক্ষ ২৫ হাজার এবং একটি করে কম্বল প্রদান করেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ক্ষতিগ্রস্থ পরিবারদের হাতে এ অর্থ তুলে দেন।
এসময় জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা ও সদস্য বিপুল ত্রিপুরা উপস্থিত ছিলেন। অন্যদিকে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ক্ষতিগ্রস্থ পরিবারদের হাতে ৮পরিবারকে ৭ হাজার ৫শ টাকা ও ৮ পরিবারকে ৫হাজার টাকা এবং প্রত্যেকে ১টি করে কম্বল তুলে দেন। এসময় রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহার উপস্থিত ছিলেন। এছাড়াও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ ও প্রয়োজনীয় খাদ্য ও ব্যবহার্য সামগ্রী অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি তুষার পাল, জেলা যুবলীগের সদস্য মোঃ মহিউদ্দিন পেয়ারু, রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।