ঢাকা ব্যুরো অফিস, ১৩ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি (সংবাদ বিজ্ঞপ্তি) : ‘অমানিশা কাটবেই, সময়ের অগ্নিস্ফুলিঙ্গে’ এই স্লোগানকে ধারণ করে লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ’র ৩৭তম সম্মেলন আগামীকাল ১৪ ও ১৫ জানুয়ারি ২০১৬ অনুষ্ঠিত হবে।
আগামীকাল সকাল ১০টায় স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মেলন উদ্বোধন হবে। সম্মেলন উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটার্স অধ্যাপক, শিক্ষাবীদ, প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরী। অতিথি হিসেবে থাকবেন ঢাকা মহানগর সংসদের প্রথম সভাপতি কমরেড শাহাদাৎ হোসেন, ছাত্র ইউনিয়ন সঙ্গীতের রচিয়তা আকতার হুসেন, কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক, প্রগতিশীল ছাত্র জোটের অন্যতম ছাত্রনেতা লাকী আক্তার।
১৫ জানুয়ারি ২০১৬ সকাল ১০টায় তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে কাউন্সিল অনুষ্ঠিত হবে।
সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান