॥ স্টাফ রিপোর্টার ॥
জামায়াতের কারাবন্দী নেতা আজহারের মুক্তি, জুলাই গণহত্যাসহ গত ১৫ বছরের গুম খুনের বিচার ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ হতে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত জামায়াত আন্দোলনে থাকবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।
মঙ্গলবার রাঙামাটি শহরে জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে আব্দুল আলীম এই মন্তব্য করেন ।
তিনি বলেন, জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক কারণে দীর্ঘ ১৩ বছরেরও বেশী সময় কারাগারে আটকে রাখে। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও আমাদের নেতাকে আজও মুক্তি দেওয়া হয়নি। আমরা চেয়েছিলাম সরকার বিষয়টি নিজেরাই অনুভব করে আমাদের নেতাকে মুক্তি দেবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের ভূত আজও জাতিকে নানাভাবে ভোগাচ্ছে।
মজলুম জননেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াত ঘোষিত সারাদেশে বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে রাঙামাটিতে এই কর্মসূচি পালন করে রাঙামাটি জেলা জামায়াত। জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীমের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে রাঙামাটি পৌরসভার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বনরূপা ট্রাফিক বক্সের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীমসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নায়েবে আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মনছুরুল হক, কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট হারুনুর রশিদ, পৌর জামায়াতের আমীর মোঃ মাইনুদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলাম সাফী, কাপ্তাই উপজেলার আমীর হারুনুর রশিদ, নানিয়ারচর উপজেলা আমীর মাওলানা জুলফিকার আলী, কাউখালী উপজেলার আমীর আব্দুর রাজ্জাক, রাঙামাটি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমান ও পৌর জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারি এডভোকেট রহমত উল্লাহ প্রমুখ।
সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, এটিএম আজহারের মতো মজলুম একজন জননেতাকে পতিত স্বৈরাচারি সরকার অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারান্তরীন করে রেখেছে। কিন্তু বর্তমানে ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করার ছয় মাস অতিবাহিত হওয়ার পরেও এই জননন্দিত নেতাকে মুক্তি দেওয়া হয়নি। উপদেষ্টারা কার ইশারায় আজহারকে কারাগারে আটকে রাখছে সেটি খতিয়ে দেখারও দাবি জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ।
আগামী ৭দিনের মধ্যে জামায়াত নেতা এটিএম আজহারকে মুক্তির আল্টিমেটাম দিয়ে রাঙামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি এটিএম আজহারকে মুক্তি দেওয়া না হয়, তাহলে পাহাড় থেকেই দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরকারের টালবাহানাকে রহস্যজনক আখ্যায়িত করে বলেন, ফ্যাসিবাদের বিচার বিলম্বিত হওয়াও রহস্যজনক, জামায়াত এখন থেকে এই মৌলিক দাবিগুলো নিয়ে লাগাতার আন্দোলনে থাকবে।
বিক্ষোভ মিছিলের শুরুতে রাঙামাটি জেলা ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফী তার বক্তব্যে বলেন, বিগত ২০১৩ থেকে ১৪/১৫ সাল সময়ে তথাকথিত গণজাগরণ মঞ্চের মাধ্যমে পার্বত্য রাঙামাটিতে অরাজকতা সৃষ্টিকারিরা এখন পর্যন্ত রাঙামাটির রাজপথে প্রকাশ্যে কিভাবে ঘুরে বেড়াচ্ছে, তা জনগণ জানতে চায়। তিনি অবিলম্বে সেই সময় গণজাগরনের নেতৃত্ব দেওয়া সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।