॥ স্টাফ রিপোর্টার ॥
আজ থেকে রাঙামাটিতে শুরু হচ্ছে সাতদিনের বৃক্ষ মেলা। করোনা ভাইরাসের প্রতিকূলতায় দুই বছর বন্ধ থাকার পর এবছর আবারও রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তাহব্যপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। “বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যে এ বছরের বৃক্ষমেলা আয়োজন করা হচ্ছে।
বুধবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হবে। এর আগে সকাল সাড়ে ৯টায় জেলাপ্রশাসক কার্যালয় থেকে মেলা ঘিরে একটি শোভাযাত্রা বের হবে। ২০ থেকে ২৬জুলাই পর্যন্ত চলবে এই বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান।
দুই বছর মেলাটা না হওয়ায় হতাশ ছিল রাঙামাটির বৃক্ষপ্রেমিরা। সে হতাশা কাটাতেই এবারের মেলায় যোগ করা হচ্ছে বেশ কিছু নতুন অনুসঙ্গ। মেলায় আগতরা মেলাটি উপভোগ করতে পারবে বলে আশা করছেন আয়োজক সংস্থা জেলা প্রশাসন ও বন বিভাগ। মেলার আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও আয়োজনের সদস্য সচিব ছালেহ মো: শোয়াইব খান।