আজ ভোট গ্রহণ রাঙামাটির ১০ ইউনিয়নের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম

345

॥ মোঃ হান্নান ॥

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আজ রাঙামাটির ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যায়ে রাঙামাটি সদর ও নানিয়ারচর উপজেলার ১০ ইউনিয়নে ভোট নেয়া হচ্ছে। ভোট গ্রহণের জন্য ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন কমিশন। ভোটের প্রস্তুতি হিসেবে শনিবার দুপুর থেকেই কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম ও লোকবল প্রেরণ করে কমিশন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা।

রাঙামাটি সদরের ৬ ইউনিয়নে ৫৪টি কেন্দ্র ও নানিয়ারচরের ৪ ইউনিয়নে ৩৬টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য শনিবার নির্বাচনের যাবতীয় সরঞ্জাম পৌঁছে গেছে। দুপুর ১২টায় কেন্দ্রগুলোতে ভোটের সামগ্রী পাঠানো হয়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোট গ্রহণ কর্মকর্তারাও গেছেন কেন্দ্রগুলোতে। রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় নির্বাচনি সামগ্রী কেন্দ্রে নিয়ে গেছেন। নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে ভোট হবে।