আত্মত্যাগকারী সদস্যদের স্বরণে খাগড়াছড়িতে মেমোরিয়াল ডে পালন

723

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

কর্তব্য পালনকালে আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের স্বরণে খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ‘ডে’ পালিত হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি নতুন পুলিশ লাইন্সে  পুলিশ সদস্যদের স্বরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পন করেন, সিআইডি পুলিশের ডিআইজি রওশন আরা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি এপিবিএন ষ্পেশালাইজড ট্রেনিং সেন্টারে  কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মো: আওরংজেব মাহবুব, খাগড়াছড়ি পুলিশ সুপার মো: মজিদ আলী ও খাগড়াছড়ি ৬ এপিবিএন’র অধিনায়ক মো: জামসেদ আলী।

দিনটি উপলক্ষে দায়িত্ব পালনকালে নিহত খাগড়াছড়ি জেলার তিন পুলিশ সদস্য এসআই পরেশ কুমার ত্রিপুরা,নায়েক সু-সময় চাকমা ও অরুন বিকাশ চাকমার পরিবারকে সন্মামনা প্রদান করা হয়।