আত্ম-সামাজিক উন্নয়নে কাপ্তাইয়ে জেলা পরিষদের ২দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু

346
|| কাপ্তাই প্রতিনিধি ||
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের অর্থায়নে এবং রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নে আত্ম- সামাজিক উন্নয়নের মাধ্যমে দরিদ্র বিমোচন প্রকল্পের আওতায় ২০২০-২১ ইং অর্থ বছরে কাপ্তাই উপজেলার আগুনিছড়া গ্রামের সুফলভোগীদের নিয়ে গবাদী পশু ও হাঁস পালন বিষয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউপি কার্যালয়ে রোববার থেকে শুরু হয়েছে।
রাঙামাটি জেলা পরিষদ সদস্য দিপ্তীময় তালুকদার এর সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু, উপজেলা উপ-সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা মনোরঞ্জন তনচংগা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বিএন তনচংগা প্রমূখ। প্রশিক্ষন কর্মশালায় কাপ্তাইয়ের আগুনিছড়া গ্রামের ২০ জন সুফলভোগী নারী-পুরুষ অংশ নিয়েছে।