॥ লংগদু প্রতিনিধি ॥
লংগদুতে ৩৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের স্বতন্ত্র ব্যাটালিয়ন আনসার ক্যাম্প সমূহের নিরাপত্তা বেষ্টনী, কোথ মেরামত, আবাসিক সুযোগ-সুবিধা বৃদ্ধিকরণ সংস্কার, সৌন্দর্য্যবর্ধন প্রকল্পের উদ্বোধনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর), লংগদু উপজেলার বাইট্টাপাড়াস্থ ৩৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর মিলনায়তনে এ ৩৮আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, এএসএম আজিম উদ্দিন পিভিএমএস, এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে জুম এ ভার্চুয়ালী উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক মোঃ সাইফুল্লাহ্ রাসেল। বিশেষ অতিথি ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ও লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনা করেন ব্যাটালিয়নের সিএ ও কোম্পানী কমান্ডার মোঃ আরিফুল ইসলাম। এছাড়াও ৩৮ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক, মীরবহর শাহাদাৎ হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বেচ্ছাশ্রম ও বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ২৫ জন ব্যাটালিয়ন আনসার সদস্যকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।