আন্তর্জাতিক অভিবাসী দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা

105

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

থাকবো ভালো রাখব ভালো দেশ , বৈধ পথে প্রৰাসী আয়- গড়ব- বাংলাদেশ। এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে বিলাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।

উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বরুণ কান্তি চাকমার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুপময় চাকমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া প্রমূখ।

এসময় বক্তারা দিবসটির সফলতা কামনা করে বলেন, দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। তাই বৈধভাবে বিদেশ গমন করে বেকারত্ব দূর করার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখার কথা বলেন।