স্টাফ রিপোর্টার
৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দিপংকর তালুকদার এমপি।
এসময় সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজা বেগম চিনুর সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, হাজী কামাল উদ্দীন, নিখিল কুমার চাকমা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দীন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় সংকর চাকমাসহ মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।