আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শ্রদ্ধাঞ্জলি

564
|| স্টাফ রিপোর্টার ||
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙ্গামাটি জেলা কমান্ড কাউন্সিলের পক্ষ হতে রবিবার সকালে রাঙামাটি জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা সন্তানেরা।
এতে উপস্থিত ছিলেন আহবায়ক মো রাসেল তালুকদার (সদস্য কেন্দ্রীয় কমিটি। যুগ্ম আহবায়ক ফাহমিদা আক্তার যুগ্ম আহবায়ক সাগর চৌধুরী সদস্য সচিব শাহ আলম বাদশা, সদস্য মো সুজন, রুমি আক্তার, হাবিবা তালুকদার, বিজন দাশ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় শহীদের স্বরণে ১মিনিট নিরবতা পালন করেন মুক্তিযোদ্ধা সন্তানেরা। এসময় আহবায়ক রাসেল তালুকদার আগামী ২৩ ফেব্রুয়ারি আন্দোলন কর্মসূচি ঢাকা শাহবাগ চত্বরে যোগদানে মাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবারের সাত দফা দাবী আদায়ের আন্দোলনে যোগদান করতে রাঙামাটি জেলার সকল বীর মুক্তিযোদ্ধা সন্তানদের আহবান জানান এবং বিনীত ভাবে অনুরোধ করেন।