॥ স্টাফ রিপোর্টার ॥
আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আবারো ‘গাজর’ প্রতীক নিয়ে লড়বেন বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন।
বুধবার (২৭ জানুয়ারি) সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে তিনি ‘গাজর’ প্রতীক পেয়েছেন। প্রসঙ্গত, গত নির্বাচনেও তিনি ‘গাজর’ প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়েছেন।