॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে আবাসিক হোটেল মালিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাথে ট্যুরিষ্ট পুলিশের মতবিনিময় ও শুদ্ধাচার সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্সের হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি রিজিয়নের ট্যুরিষ্ট পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম-সেবা)।
রাঙামাটি আবাসিক হোটেল মালিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি দীপংকর দেওয়ানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোঃ আব্দুল ওয়াদুদ, রাঙামাটি ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী ও সমিতির সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন সেলিম উপস্থিত ছিলেন।
রাঙামাটি ট্যুরিষ্ট পুলিশের ওসি জহিরুল আনোয়ারের সঞ্চালনায় এসময় রাঙামাটি আবাসিক হোটেল মালিক বহুমুখী সমবায় সমিতির যুগ্ম সম্পাদক এসএম কামাল, অর্থ সম্পাদক ইমতিয়াজ সিদ্দিক আসাদ, হোটেল মতি মহলের মালিক মোঃ শফিউল আজম সহ বিভিন্ন আবাসিক হোটেলের মালিক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আবাসিক হোটেল মালিক সমিতির নেতারা পর্যটন ব্যবসার প্রতিবন্ধকতা সমূহ তুলে ধরেন। পরে প্রধান অতিথি পর্যটন খাতে সমস্যা সমূহ সমাধানের আশ^াস দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।