॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে আবু সৈয়দ ঘাট শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’’র নির্বাচনে সভাপতি পদে (চেয়ার) প্রতীকে মো: মানিক, সাধারন সম্পাদক পদে (দেওয়াল ঘড়ি) প্রতীকে মো: সাইদুল মিয়া ও সহ-সভাপতি পদে (হারিকেন) প্রতীকে মোঃ খোরশেদ আলম নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে আবু সৈয়দ ঘাট শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’’র কার্যালয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৭৩ ভোটের মধ্যে ৬৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে গণনা শেষে বিকেল ৫টা নাগাদ নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মো: মানিক (চেয়ার) মার্কায় ৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সোলায়মান (ছাতা) মার্কায় পেয়েছেন ১৫ ভোট, আরেক প্রতিদ্বন্দ্বী মোঃ বাবুল মিয়া (বট গাছ) মার্কায় পেয়েছেন ০৯ ভোট।
সহ-সভাপতি পদে মোঃ খোরশেদ আলম (হারিকেন) মার্কায় ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদ মিয়া (টেবিল) মার্কায় পেয়েছেন ২৩ ভোট। সাধারন সম্পাদক পদে মো: সাইদুল মিয়া (দেওয়াল ঘড়ি) মার্কায় ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আমিনুল ইসলাম (আনারস) পেয়েছেন ২৮ ভোট। অন্যদিকে সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ রহুল আমিন, কোষাধ্যক্ষ পদে মোঃ কাজল মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইসমাইল, দপ্তর সম্পাদক পদে মোঃ রাসেল, ক্রীড়া সম্পাদক পদে মোঃ ফরিদ মিয়া, সদস্য পদে মোঃ সাইফুল ইসলাম ও মোঃ বারেক বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। আবু সৈয়দ ঘাট শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’’র নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন, সুহৃদ চাকমা ও সদস্য হিসেবে ছিলেন, মায়া রানী চাকমা এবং বাপ্পু রায়হান সাব্বির।
এদিকে আবু সৈয়দ ঘাট শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’’র নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাঙামাটির বিভিন্ন শ্রমকি সংগঠনের নেতা-কর্মীরা ও নানা শ্রেণি পেশার মানুষ। আবু সৈয়দ ঘাট শ্রমিক কল্যাণ সমবায় সমিতির নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সংগঠনের সাথে জড়িত সকল শ্রমকিদের আশা আকাঙ্খা পূরণে কাজ করবেন এই প্রত্যাশা সকলের।