আমতলী ইউনিয়নে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আল আমিনের নির্বাচনী ইশতেহার

1152

॥ স্টাফ রিপোর্টার ॥
আগামী ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপের ইউপি নির্বাচন ঘিরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আল আমিন এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে  নির্বাচনী ইশতেহার প্রদান করেছেন।

তিনি ইশতেহারে উল্লেখ করেছেন-

জনগণমুখী ইউনিয়ন পরিষদঃ
১. ৯ টি ওয়াডে ৯ টি অফিস হবে। ২. ওয়ার্ড অফিস থেকেই সকল সেবা প্রদান করা হবে। ৩. প্রতি অফিসেই চাহিদা বক্স ও সেবা বক্স চালু। ৪. জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।

মান সম্মত ওয়েব সাইট চালুঃ
১. অনলাইন সেবা। ২. অনলাইনে মতামত, পরামর্শ, অভিযোগ। ৩. প্রবাসীদের সাথে ও নিয়মিত যোগাযোগ। ৪. ডিজিটাল বাংলাদেশ এর এক সুন্দর বহিঃপ্রকাশ।

স্কুল-মাদ্রাসার মান উন্নয়নঃ
১. শিক্ষকদের যথাযথ সম্মানের সাথে শিক্ষা কাজ পরিচালনা করা। ২. প্রতি সপ্তাহ এক বার করে স্কুল /মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের পড়াশোনার বেপারে খোঁজখবর নেয়া হবে। ৩. হতদরিদ্র, এতিম, সুবিধাবঞ্চিত ছাত্র/ছাত্রীদের পরিষদ থেকে অর্থ দিয়ে পড়াশোনা করানো হবে।

নিজ এলাকায় সেবার পরিচিতিঃ
১. সকল প্রবেশ পথে, আপনাকে আমতলীতে স্বাগতম, বিলর্বোড স্থাপন। ২. ইউনিয়ন পরিষদে কি কি সেবা পাওয়া যাচ্ছে তা নিয়ে বিলবোর্ড ও সাইন বোর্ড বসাবো।

ইমামদের উন্নয়নে সম্পৃক্তকরণঃ
১. সম্মান, আমানতদারিতা সম্পন্ন ইমামদের বিভিন্ন কাজে সম্পৃক্ত করা হবে। ২. প্রতি মসজিদে সকালে বাচ্চাদের জন্য মক্তব/ক্লাস পরিচালনা করা হবে।
272360768_4623508641080661_8528932881219435900_n
এক টার্মেই উন্নয়ন সম্পন্নঃ
১. ৫ বছর যথেষ্ট সময়। ২. নিজের যোগ্যতা, সৃজনশীলতা, সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে মানুষের কল্যাণ ও স্বপ্ন বাস্তবায়ন। ৩. যোগ্য, মেধাবী ও সৃজনশীল নেতা তৈরি।

স্বাস্থ্য সেবার মান উন্নয়নঃ
১. রোগীদের দ্রুত হাসপাতলের পৌঁছানোর ব্যবস্থা করা। ২. হাসপাতালের সার্বিক মান উন্নয়ন, ডাক্তার সেবা, ইকুইপমেন্ট, পরীক্ষা নিরীক্ষা নিশ্চিত করা। ৩. সবার রক্তের গ্রুপ জানানো। ৪. দরিদ্রদের জন্য আলাদা চিকিৎসা ফান্ড গঠন।

খেলাধুলা ও শরীরচর্চার উন্নয়নঃ
১. প্রতি বছর ফুটবল টুর্ণামেন্ট। ২. প্রতি  বছর ক্রিকেট টুর্ণামেন্ট। ৩. প্রতি গ্রামের প্রত্যেকটি দলকে অর্থ বরাদ্দ, বিজয়ীদের অর্থ পুরস্কার। ৪. আধুনিক ব্যায়ামাগার জিমনেশিয়াম।

বেসরকারী বরাদ্দ ও ফান্ডঃ
১. পর্যাপ্ত সংখ্যক প্রকল্প উন্নয়নের জন্য সরকারী বরাদ্দের পাশাপাশি বেসরকারি বরাদ্দের চেষ্টা। ২. ব্যক্তি, বড় ব্যবসায়ী, দেশ বিদেশে দাতা সংস্থা এর সহায়তায় ফান্ড গঠন।

দুর্নীতি মুক্ত আমতলীঃ
১. পরিষদের কোন কাজে বিন্দুমাত্র দুর্নীতি সহ্য করা হবে না। ২. ঘুষ মুক্ত পরিষদ। ৩. দুর্নীতি করলে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

যোগ্যদের পরিষদে সম্পৃক্ত করণঃ
১. শিক্ষা কমিটি, সালিশ কমিটি গঠন। ২. ব্যবসায় কমিটি, শ্রমিক কমিটি, তরুণ কমিটি, নারী কমিটি গঠন। ৩. মাদক ও নানা অপকর্ম বন্ধে বিশেষ কমিটি গঠন করা হবে।

সকল দলের মূল্যায়নঃ
১. সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অবহিত করণ ও সম্পৃক্তকরণ। ২. সাবেক সদস্যবৃন্দ ও মেম্বারদের যথাযথ সম্মানের সহিত মূল্যায়ন এবং পরামর্শ গ্রহণ।

চেয়ারম্যান প্রার্থী মো. আলি আমি এলাকার এসব উন্নয়ন নিশ্চিত করার স্বার্থে আগামী ৭ ফেব্রুয়ারি ঘোড়া মার্কায় ভোট  ও সকলের দোয়া/আশির্বাদ সহযোগিতা কামনা করেছেন।