আমতলী চুলামুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

406

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

বিলাইছড়ি উপজেলার ১নং ইউনিয়নে আমতলী চুলামুনি বৌদ্ধ বিহারে বিহার পরিচালনা কমিটির ও দায়ক/দায়িকার উদ্যোগে দানোৎত্তম কঠিন চীবর দান ও পবিত্র ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকালে ১ম পর্বে বুদ্ধ পূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান ও পিন্ড দান এবং বিকালে ২য় পর্বে কঠিন চীবর দান ও পবিত্র ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখা সভাপতি আর্য্যলঙ্কার ভিক্ষু ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল জ্যোতি ভিক্ষু।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, জ্যোতিলঙ্কার ভিক্ষু, বিহার পরিচালনা কমিটির সভাপতি শুভময় চাকমা প্রমূখ। দিনব্যাপী এই অনুষ্ঠানে হাজার প্রদীপ ও ফানুস উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।