॥ আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক স্থানীয় অসহায়, দুঃস্থ এবং পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ৪৯০টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২২ জানুয়ারি) ৫৭ বিজিবি’র ব্যাটালিয়ন সদরের ১ নম্বর জিপি গেইট সংলগ্ন ক্যান্টিনের পার্শ্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল আকিব জাভেদ, পিএসসি।
জানা গেছে, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক বিভিন্ন সময়ে স্থানীয় অসহায়, দুঃস্থ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, পাহাড়ী বাঙালিদের মাঝে ত্রাণ সহযোগিতা দিয়ে আসছে। চলতি মৌসুমে শীত জেঁকে বসায় দরিদ্র জনগোষ্ঠী ছাড়াও স্থানীয় ০৪টি এতিমখানা ও মাদ্রাসায় শীতের কম্বল বিতরণের উদ্যোগ নেয় ৫৭ বিজিবি। সোমবার বিজিবি অধিনায়ক কর্তক ব্যক্তি ও প্রতিষ্ঠানে ২২০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
ইতোমধ্যে দূর্গম সীমান্তে অবস্থিত ০৮টি বিওপি এবং ০১টি চেকপোষ্ট কর্তৃক স্থানীয় পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ২৭০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত বিতরণ অনুষ্ঠানে ৫৭ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট, অন্যান্য পদবীর বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার কম্বল বিতরণ শেষে বিজিবি কমাণ্ডার লেঃ কর্ণেল আকিব জাভেদ, পিএসসি উপজেলার আশ্রায়ণ প্রকল্প এলাকা এবং তৎসংলগ্ন অসথু ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি প্রধান শিক্ষক জয়নব আরা বেগমের কাছে বিদ্যালয়টি সার্বিক খবর নেন এবং শীতার্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র অনুদান প্রদানের আশ্বাস দেন। এ সময় প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, রিপোর্টাস ক্লাব সভাপতি শুভরঞ্জন বড়ুয়া, যুগান্তর প্রতিনিধি জয়দেব এবং ইত্তেফাক প্রতিনিধি প্রশান্ত দে উপস্থিত ছিলেন।