আলীকদমে সেনা সদস্যরা আটক করেছে মিয়ানমারের ৩০টি গরু

131

॥ আলীকদম প্রতিনিধি ॥

পার্বত্য বান্দরবান জেলায় আলীকদম সেনা জোন কর্তৃক মিয়ানমার হতে চোরাইপথে আনার প্রাক্কালে ৩০টি গরু আটক হয়েছে। গত ৩ ডিসেম্বর উপজেলার কুরুকপাতা ইউনিয়নের আওয়াই মুরুং পাড়া এলাকায় মাতামুহুরী নদী সংলগ্ন একটি ঝিরি এসব গরু আটক হয়। আটক হওয়া গরুর বাজার মূল্য ৩১ লক্ষ ৫০ হাজার টাকা।

রোববার (৪ ডিসেম্বর) আটক হওয়া ৩০টি গরু জোনের কার্যক্রম শেষে ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ওয়াজেদ আলীর মাধ্যমে আলীকদম থানার এসআই আনোয়ার হোসেন ও এসআই রিয়াদের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, মায়ানমার হতে অবৈধভাবে ৩০টি গরু নিয়ে আসার পথে সেনাবাহিনীর টহলের উপস্থিতি টের পেয়ে গরুর শ্রমিকরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন এসব গরু ‘পরিত্যক্ত’ অবস্থায় আটক করা হয়।

এ ব্যাপারে আলীকদম থানার এসআই আনোয়ার হোসেন জানান, গরুগুলি তারা গ্রহণ করেছেন। পরবর্তীতে বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।