॥ কাউখালী প্রতিনিধি ॥
বাংলাদেশ আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ-২০২১ খ্রিঃ উপলক্ষে গতকাল শনিবার বিকাল ৩টায় বিভিন্ন কর্মসুচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বিকাল বেলা আওয়ামীলীগ ও সহযোগি সংঘঠনের ব্যবস্থাপনায় এক বর্ণঢ্য র্যালী পোয়া পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদিক্ষিন করে উপজেলা প্রশাসন মাঠে শেষ হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দরীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতিক পায়রা উড়ানো হয়। পরে উপজেলা প্রশাসন মাঠে এক আলোচনা সভা আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অংচা প্রু মারমা। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আনচলিক পরিষদের সদস্য হাজি এম কামাল উদ্দিন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, আওয়ামীলীগ উপজেলা শাখার সহ-সভাপতি এস এম চৌধুরী,আওয়ামীলীগ উপজেলা শাখার সহ-সভাপতি সুইবাইউ রোয়াজা, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা। অনুষ্টানে স্বগত বক্তব্য রাখেন আওয়ামীলীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ এরশাদ সরকার।
এ সময় অনুষ্টানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ বেলাল উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ক্যাসিং মারমা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ বাহার মিয়া, আইন বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সরকার, যুবলীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন,ছাত্রলীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ শাহিন আলম অভি,আ’লীগ উপঝেলা শাখার দপ্তর সম্পাদক শেখ মোঃ জাকির হোসেন,আৗয়াশীরীগ নেতা মোঃ গিয়াস উদ্দিন, উদিয়মান যুবলীগ নেতা মোঃ সোহেল সহ আওয়ামীলীগ উপজেলা শাখা ও সহযোগি সংঘঠনের সকল নেতাকর্মি এবং স্থানীয় জনসাধারণ বৃন্দ। পরে আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করা হয়।