॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেছেন, শিক্ষার্থীদের মাঝে মানবতা বোধ এবং দেশপ্রেম জাগ্রত করার জন্য শিক্ষকদের তাদের প্রতি বিশেষভাবে লক্ষ রাখতে হবে। তিনি বলেন একজন শিক্ষার্থীকে নৈতিকভাবে সুদৃঢ় করতে পারলে সে কর্মজীবনে আর্ত মানবতার সেবায় কাজ করতে উৎসাহী হবে।
রাঙামাটি শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল আমীন ফাজিল ডিগ্রী মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় জেলা পরিষদ চেয়ারম্যান এ কথা বলেন। এ সময় তিনি মাদ্রাসার উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আল-আমিন ইসলামীয়া ফাজিল ডিগ্রী মডেল মাদ্রাসায় এ বছরের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মাদ্রাসা গভার্নিং বডির সভাপতি ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান অ্যাডভোকেট মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইসলামিক সেন্টারের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলিম, জেলা পরিষদের সদস্য হাবিব আজম। বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল আলম সিদ্দিকী, বিএম ইন্সটিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, মুজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমী প্রধান শিক্ষক নুরুল করিম, মাদ্রসার উপাধ্যক্ষ মাওঃ জাহাঙ্গীর আলম ও সিনিয়র প্রভাষক মাওঃ ইসমাইল হোসেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।