\ স্টাফ রিপোর্টার \
সোমবার ১০ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা ঐতিয্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জেলার একমাত্র ফাজিল এম, পি,ও ভুক্ত আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষায় ৬ জন জিপিএ ৫ ও ১৩ জন (এ) ১১ জন (এ-) সহ উত্তীর্ণ ছাত্র/ ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলম ছিদ্দিকীর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলামিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি এবং ইসলামিক সেন্টার রাঙামাটির চেয়ারম্যান সিনিয়র আইনজীবী এডভোকেট মোখতার আহম্মেদ, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক সেন্টার রাঙ্গামাটি জেলার ভাইস চেয়ারম্যন অধ্যপক আব্দুল আলীম। এ ছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাও: জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যপক মাওলানা মো: ইসমাইল, মাও: শরীফুল ইসলাম ও সিনিয়র শিক্ষক আব্দুল মোনাফ। প্রধান মেহমান উত্তীর্ন ছাত্র/ছাত্রীদের ভালো ফলাফল অর্জনের জন্য সকলকে ধন্যবাদ জানান। সকল ছাত্র ছাত্রীদের কে আলিম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য আহবান জানায়।
বিশেষ মেহমান আব্দুল আলীম বলেন ছাত্র/ছাত্রীদেরকে পড়ালেখার পাশাপাশি নৈতিকতা গুন অর্জনের মাধ্যমে নিজেদের কে আদর্শ নাগরিক হিসেবে ঘরে তোলার জন্য অনুরোধ করেন।