আসন্ন দুর্গোৎসব ঘিরে কাপ্তাই পুজা উদযাপন পরিষদের সভা

537

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

আসন্ন শারদীয়া দুর্গাউৎসবকে সামনে রেখে কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদ এবং উপজেলার বিভিন্ন মঠ ও মন্দিরের প্রতিনিধিদের সমন্বয়ে এক প্রস্ততি সভা বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্রাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাগর চক্রবর্ত্তীর সঞ্চালনায় প্রস্ততি সভায় কাপ্তাই জয় কালি মন্দিরে  সভাপতি সমীর প্রসাদ ধর,শ্রী শ্রী মাতা সীতা মন্দিরের  সভাপতি রতন দাশ  সাধারণ সম্পাদক আশীষ দাশ,রাইখালি ত্রিপুরা সুন্দরী কালি বাড়ী কমিটির সভাপতি মিলন কান্তি দে,সাধারণ সম্পাদক রাজেশ ভট্রাচার্য, চন্দ্রঘোনা মিশন এলাকা আদি নারায়ন বৈদান্তিক গীতা মন্ডপের প্রতিনিধি নিতাই পদ দে, মিশন সিদ্বেশ্বরী মন্দিরের সাধারণ সম্পাদক জগদীশ দাশ, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক  অমিত বিশ্বাস বাবলু, সাংস্কৃতিক সসম্পাদক ঝুলন দত্ত সহ  বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

সভায় উপজেলার ৭ টি মন্দিরে জাঁকজমকপুর্ন ভাবে শারদীয়া দুর্গাউৎসব উদযাপনের সিদ্বান্ত হয় এবং বিজয়া দশমীর দিনে কর্ণফুলি নদীতে নৌ রেলীর মাধ্যমে প্রতিমা বির্সজন দেয়ার সিদ্বান্ত হয়।