॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির রিজার্ভ বাজার শহিদ শুক্কুর স্টেডিয়ামে জামাল স্মৃতির আয়োজনে মরহুম আহম্মদ মিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর।
বিশেষ অতিথি ছিলেন- পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনছুর আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাওয়াল উদ্দিন, ডিস্ট্রিক্ট ফুটবল একাডেমির পরিচালক ওয়াশিংটন চাকমা, সাবেক জাতীয় ফুটবলার কিংশুক চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রমজান আলী ও মো. আবু তৈয়ব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জামাল স্মৃতির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভার পর অতিথিরা উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী সুইলামং ফুটবল একাডেমী ও কাটাছড়ি একাদশের খেলোয়ারদের সাথে পরিচিত হন।
এরপর টানটান উত্তেজনার মধ্যে টুর্ণামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি ১-১ গোলে ড্র হয়।
আয়োজক কমিটি জানায়, টুর্ণামেন্টে মোট ৩০টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনের পর থেকে প্রতিদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে এবং আগামী ১৬ অক্টোবর প্রথম পর্বের খেলা শেষ হবে।