ইউপিডিএফ-এর সাথে বৈঠক বাতিলের দাবিতে পিসিসিপি’র হুশিয়ারি: ‘পার্বত্য চট্টগ্রাম অচল করে দেওয়া হবে’

13

।।নিজস্ব প্রতিবেদক।।

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সম্ভাব্য বৈঠক নিয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও বৈঠক বাতিলের আল্টিমেটাম জানানো হয়েছে।

গত ১২ মে (সোমবার) রাঙামাটিতে অনুষ্ঠিত মহাসমাবেশ, খাগড়াছড়িতে মানববন্ধন, এবং ১১ মে (রবিবার) বান্দরবানে সংবাদ সম্মেলনের মাধ্যমে পিসিসিপি ইউপিডিএফ-এর সঙ্গে ১৫ মে (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য বৈঠক বাতিলের আহ্বান জানায়।

তবে কমিশন এখনো পর্যন্ত বৈঠক বাতিল না করায় ১৪ মে (বুধবার) সন্ধ্যায় পিসিসিপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নতুন করে এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

পিসিসিপি জানায়, আগামীকাল যদি ঐকমত্য কমিশন পার্বত্য চট্টগ্রামের শান্তিপ্রিয় ছাত্র-জনতার আপত্তিকে উপেক্ষা করে ইউপিডিএফ-এর সাথে বৈঠক করে, তাহলে পুরো পার্বত্য চট্টগ্রাম অচল করে দেওয়া হবে। এই ধরনের বৈঠক দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং এতে যদি কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির উদ্ভব হয়, তার সম্পূর্ণ দায় ঐকমত্য কমিশনকেই নিতে হবে।

বিবৃতিতে ইউপিডিএফ-কে একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে বলা হয়, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসা মানেই পাহাড়ে উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া।