ইউপিডিএফ নেতা মিঠুন চাকমা গ্রেফতার : হতেপারেন রাষ্ট্রদ্রোহ মামলার আসামি

957
ঢাকায় একটি  অনুষ্ঠানে ইপিডিএফ নেতা মিঠুন চাকমা
ঢাকায় একটি অনুষ্ঠানে ইপিডিএফ নেতা মিঠুন চাকমা

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের অন্যতম নেতা মিঠুন চাকমাকে খাগড়াছড়ি পুলিশ গ্রেপ্তার করেছে ।

সোমবার রাত সোয়া ১টার দিকে খাগড়াছড়ি সদরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খাগড়াছড়ি জেলা পুলিশের একটি দল সোমবার দিবাগত রাত ১২ টার দিকে শহরের অর্পনাচরণ চৌধুরী পাড়ায় মিঠুন চাকমার নিজের বাড়ি ঘেরাও করে। এসময় বাড়ির দরোজা খুলতে না চাইলে পুলিশ দরোজা ভাঙার হুমকি দেয়। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে পুলিশের কাছে আত্মসমর্পন করে।

আটকের পর পুলিশ তাকে সদর থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা, দিঘীনালায় বিজিবি ক্যাম্পে হামলাসহ সদর থানায় ১০-১২টি মামলা রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

এ ছাড়াও বিভিন্ন সামাজিক গণমাধ্যমে ও ব্লগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সাম্প্রদায়িক ও রাষ্ট্র ও সংবিধান বিরোধী প্রচারণা চালানোয় তার বিরুদ্ধে আইসিটি এক্টেও মামলা করার কথা বিবেচনা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

মিঠুন চাকমা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ-পিসিপির সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি লেখালিখ করেন। সামাজিক মাধ্যম ও ব্লগে সক্রিয় ছিলেন তিনি।

ঢাকা ব্যুরো অফিস,১৩ জুলাই ২০১৬, দৈনিক রাঙামাটি