ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহারে স্মারকলিপি

234

॥ রাজস্থলী সংবাদদাতা ॥

রাজস্থলীর ৩নং বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আদোমং মারমার বিরুদ্ধে দূনীতি, অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ এনে ইউপি সদস্যরা অনাস্থার আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর প্রেরণ করেন। কয়েক মাস অতিবাহিত হওয়ার পর রহস্যজনক কারণে ইউপি সদস্যরা অনাস্থার কপি প্রত্যাহার করার জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আর একটি আবেদন করেন।

চেয়ারম্যানের বিরুদ্ধে করা ১১জন ইউপি সদস্যের অনাস্থার আবেদনে অনাস্থার উল্লেখ করা হয়, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিভিন্ন দূর্নীতি অনিয়মের সাথে জড়িয়ে পড়েছে। এদিকে, রহস্যজনক কারণে অনাস্থার আবেদন প্রত্যাহার করার পিছনে কি কারণ তা জানতে ইউনিয়নবাসীর মাঝে কৌতুহল সৃষ্ঠি হয়েছে।

এ ব্যাপারে চেয়ারম্যান আদোমং মারমা জানায়, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছিলো যা সত্য নয় তারা প্রত্যাহার করেছে। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ পূর্বকোণ কে বলেন, ১১ জন ইউপি সদস্যরা তিনং বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমার বিরুদ্ধে লিখিত অনাস্থার কপি দিয়েছিলো এবং কয়েক মাস পর তা প্রত্যাহারের জন্যে ২৩ ফেব্রুয়ারী দরখাস্তর কপিও দিয়েছে।আমি তা জেলা প্রশাসক বরাবরে ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরণ করে।