॥ স্টাফ রিপোর্টার ॥
তৃণমূল পর্যায়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে লীন প্রকল্পের সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাথে ইউপি চেয়ারম্যানদের সংযোগ বৃদ্ধির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি সচেতনতা পরিস্থিতি পর্যবেক্ষণ ও করনীয় নির্ধারণই ছিল এই কর্মশালার উদ্দেশ্য।
কর্মশালায় রাঙামাটি জেলার ৩৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিষয়ক কমিটির আহ্বায়ক সবির কুমার চাকমা।
এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জ ডাঃ বিপাশ খীসা, স্বাগত বক্তব্য রাখেন লীন (লীডারশীপ টু এ্যানসিউর এডইকুইট নিউট্রেশন) প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাজীব দাস। লীন এর টেকনিকাল অফিসার ডায়ানা চাকমার সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও প্রিয়নন্দ চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, আমরা সৌভাগ্যবান যে, ইউরোপিয়ান কমিশন সাধারণ মানুষের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিছিয়ে পড়া অঞ্চল হিেেসবে পার্বত্য তিন জেলাকে তাদের প্রকল্পের জন্য বেছে নিয়েছে। প্রকৃত পক্ষে দুর্গম অঞ্চল হওয়ায় পাহাড়ি অঞ্চলগুলোতে স্বাস্থ্য সচেতনতা পরিস্থিতি বেশ নাজুক, তাদের যেমন সচেতনতার অর্ভাব রয়েছে, তেমনি রয়েছে সুযোগের অভাব। অথচ আমরা একটি সক্ষম জাতি হিসেবে গড়ে উঠার জন্য নাগরিকদের মাঝে পরিকল্পিত পুষ্টি ব্যবস্থাপনা সৃষ্টি করতে না পারলে সুস্থ জাতি গড়ে তোলা কঠিন হবে। এই লক্ষ পুরণে সকল সচেতন নাগরিক, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কর্মশালায় রাঙামাটি জেলার পুষ্টি কার্যক্রমের অগ্রগতি, সমস্যা ও চাহিদা নিরপনে উন্মুক্ত আলোচনা ছাড়াও বিভিন্ন গণমূখি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা বৃদ্ধিতে করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাওয়ার পয়েন্ট পেজেন্টেশনের মাধ্যমে লীন প্রকল্পের পক্ষ থেকে জানানো হয় ইতোমধ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে। এ সময় দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্নত ও টেকসই পুষ্টি বিষয়ক সেবাদান ব্যবস্বথার কাম্য পরিবেশ সৃষ্টি, এই ব্যবস্থাকে শক্তিশালী করন ও সাধারণ মানুষের সচতনা বৃদ্ধি বিষয়ে বিভিন্ন দিক আলোকপাত করা হয়।






























