ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনে সকল পক্ষের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন ডিসি

375

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনে সকল পক্ষের আন্তরিক সহযোগীতা কামনা করে রাঙামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন। নির্বাচন ঘিরে কোনো ধরণের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। কেউ যাতে কোনো অজুহাতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলা অবনতি ঘটাতে না পারে সে লক্ষ্যে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এ সময় ডিসি আরো বলেন, প্রত্যন্ত এলাকার উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক, তবে প্রকল্পসমূহ বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সৎ ও নিষ্ঠাবাদন হতে হবে। কারণ প্রত্যন্ত এলাকার প্রকল্পগুলো বাস্তবায়ন প্রক্রিয়া অনেক সময় সঠিকভাবে মনিটরিং করা কঠিন হয়ে পড়ে। তাই এলকার নাগারিক হিসেবে জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

রাঙামাটি পার্বত্য জেলার জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান মঙ্গলবার (৯ নভেম্বর) জুরাছড়ি উপজেলা সফরকালে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। এ সময় তিনি জুরাছড়ি উপজেলার দূর্গম দুমদুম্যা ইউনিয়নের বগাখালী এলাকায় কোভিড১৯- টিকা সেবা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর হেলি সহযোগীতার কথা উল্লেখ করে এ জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মঙ্গলবার সকালে ২ নং বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিদর্শন, কমিনিউটি ক্লিনিক, বিদ্যালয়, শলক কলেজ সহ পল্লী সঞ্চয় ব্যাংকের আওতাধীন ডানে চুমাচুমি আবাআখা সমিতির কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জুরাছড়ি উপজেলা হলরুমে সরকারি বিভাগের কর্মকর্তা ও প্রথাগত হেডম্যান, কার্বারী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন এনডিসি, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, জোন প্রতিনিধি ক্যাপ্টেন কাজী সাদীর, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা, অফিসার ইনচার্জ জুরাছড়ি থানান মোহাম্মদ শফিউল আজম প্রমূখ। ইউআরিসি মোরশেদুল আলম এর অনুষ্ঠান সঞ্চালনায় জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা উপজেলা বিভিন্ন সমস্যারদিক সমূহ সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।