॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
ইমাম-খতিব ও শিক্ষকগনের অংশগ্রহনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) জোরদারকরণের লক্ষ্যে রাঙামাটির নানিয়ারচরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে ও ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকালে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।
ইসলামিক ফাউন্ডেশন নানিয়ারচর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ মনির উদ্দিনের সভাপতিত্বে ও আধুনিক তত্বাবধায়ক মাওঃ হাসানুর রহমানের সঞ্চালনায় মডেল রিসোর্স সেন্টারের রিসোর্স পার্সন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নূয়েন খীসা, ইফার মাষ্টার ট্রেইনার হাফেজ মাওলানা বখতেয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষিক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক ইকবাল বাহার চৌধুরী বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) জোরদার করণে বিভিন্ন ধর্মীয় নেত্রীবৃন্দ, ইমাম ও শিক্ষকগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সম্প্রসারিত টিকাদান কর্মসূচী জোরদার করণের লক্ষ্যে আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে সকল শ্রেণী পেশার মানুষ এই কার্যক্রমের সুফল পাবে। তিনি বলেন, এই কার্যক্রমের মাধ্যমে দশটি জটিল রোগের টিকা দেওয়া হয়। এছাড়াও মহিলাদের টিটেনাস টিকা প্রদান করা হয়। বাইরে যেসব টিকা অনেকটা ব্যয়বহুল, ইপিআই কার্যক্রম তা বিনামূল্যে বিতরণ করে থাকে।
আলোচনা সভা শেষে ইসলামিক ফাউন্ডেনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাৎ বরণকারী তাঁর পরিবারের সদস্যবর্গ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, নানিয়ারচর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম।