ইসলামী ব্যাংকের কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা নতুন ঠিকানায়

857

স্টাফরিপোর্ট- ২৫ নভেম্বর ২০১৮, দৈনিক রাঙামাটি (সংবাদ বিজ্ঞপ্তি):

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা নতুন ঠিকানা ময়নামতি সেনা কল্যাণ মার্কেট, কুমিল্লা ক্যান্টনমেন্ট, কুমিল্লায় ২৫ নভেম্বর ২০১৮, রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মো. মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রাহক ও সুধীবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর পরিচালক ড. মাসুদুল হক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, মো. শামছুল আলম, মো. সফিউল্লাহ ও শিক্ষিকা মুক্তা সাহা। এসময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম জুবায়ের আজম হেলালী ও মো. নাছির উদ্দিন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখাপ্রধান মোহাম্মদ শাহাদাত উল্লাহসহ স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মো. মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, গ্রাহকদের আন্তরিক সহযোগিতা ও জনগণের আস্থার কারণেই ইসলামী ব্যাংক সম্প্রতি ‘দ্যা স্ট্রংগেস্ট রিটেইল ব্যাংক অব বাংলাদেশ ২০১৮’ শীর্ষক আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভ করেছে। আন্তরিক সেবা, সততা ও পেশাদারিত্বের জন্য ইসলামী ব্যাংক বিশ্বব্যাংকসহ সকল আন্তর্জাতিক মহলে সমাদৃত হয়েছে। তিনি বলেন গ্রাহকদের যোগাযোগ ও ব্যবসায়িক সুবিধা বিবেচনা করে শাখাটি স্থানান্তর করা হয়েছে। তিনি আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আরো আন্তরিক হওয়ার আহবান জানান।

 

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।