স্টাফরিপোর্ট- ১৪ জুন ২০১৮, দৈনিক রাঙামাটি (সংবাদ বিজ্ঞপ্তি): ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর খুলনা শাখার উদ্যোগে ‘সিয়াম, তাকওয়া ও সাদাকাহ’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ১০ জুন ২০১৮, রবিবার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক হোসেন আলী খোন্দকার ও সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান মোঃ মাকসুদুর রহমান।
প্রধান আলোচক ছিলেন খুলনা আলিয়া মাদ্রাসার প্রধান মুফতি ড. মাওলানা আব্দুর রহিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা শাখা প্রধান মোঃ শফিউল আজম। শাখার কর্মকর্তা, গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।