॥ স্টাফ রিপোর্টার ॥
“হাত খরচের টাকা বাঁচিয়ে, সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণ করি” স্লোগানে ২০১৬ সালে আত্মপ্রকাশ করা রাঙামাটি পার্বত্য জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প (ইয়ুথ) এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।
রোববার দুপুরে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শতাধিক কোমলমতী শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর আলোচনা সভা, পুরস্কার ও ৬৫জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএস ফেরদৌস ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে- রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলার সভাপতি সাংবাদিক মনসুর আহমেদ, পদকপ্রাপ্ত জয়ীতা সুফিয়া কামাল ঝিমি, বিয়াম ল্যাবরেটরী স্কুলের উপাধাক্ষ্য পারভেজুল ইসলাম সুমন উপস্থিত ছিলেন। ইয়ুথের পরিচালক মো. ইকবাল হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আয়োজনের আহ্বায়ক ম্যারিলিন এনি মারমা।
এসময় ইয়ুথের পক্ষ থেকে জানানো হয় সংগঠনটির সদস্যরা নিজেদের হাত খরচের টাকা বাচিয়ে ২০১৬ সালে ২১জন শিশুকে প্রতিমাসে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করে। এরপর ২০১৭ সালে শিশুর সংখ্যা ৩৫জন, ২০১৮সালে তা বেড়ে ৫২জন এবং বর্তমানে তারা ৬৫জন শিশুকে প্রতিমাসে শিক্ষা উপকরণ প্রদান করছে। এছাড়াও তারা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন। বিভিন্ন সময়ে আল্পনা অংকন করে রাঙামাটি বাসীর হৃদয়ে বিশেষ স্থান দখল করেছে।
বক্তব্যে বিশেষ অতিথি আনোয়ার আল হক- রাঙামাটি পার্কে সপ্তাহে অন্তত ১দিন শিশুদের বিনামূল্যে প্রবেশাধিকার দেওয়ার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এসএম ফেরদৌস ইসলাম- ইয়ুথের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এর পাশাপাশি রাঙামাটি পার্কের বিষয়ে জেলা প্রশাসকের সাথে আলাপ করবেন বলে জানান তিনি।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর ৬৫জন শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। শিক্ষা উপকরণ বিতরণের পর চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধীকারী সহ প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিশুর হাতে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইয়ুথ এর পরিচালক মো. ইকবাল হোসেন ২০২৩ সালের জন্য ম্যারিলিন এনি মারমাকে সভাপতি, মো. জসিম উদ্দীনকে সহ-সভাপতি, রূপম তঞ্চঙ্গ্যাকে সাধারণ সম্পাদক, সঞ্চিতা চৌধুরীকে যুগ্ম সম্পাদক এবং আরিফুল ইসলাম মানিক কে সাংগঠনিক সম্পাদক করে ৫জনের নাম ঘোষণা করেন এবং আগামী ৬মাসের মধ্যে ১৫সদস্য বিশিষ্টি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।