ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে সেনাবাহিনীর আয়োজনে নানিয়ারচরে মিলাদ মাহফিল

178

মেহেদী ইমামঃ

ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে মিলাদ মাহফিল, দোয়া ও প্রীতিভোজ আয়োজন করেছে নানিয়ারচর জোন (১০ বীর)। রোববার (৯ অক্টোবর) দুপুরে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি)’র সভাপতিত্বে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, অফিসার ইনচার্জ সুজন হালদার ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। জোন অধিনায়ক এসময় বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন।

এছাড়াও বক্তব্যে তিনি মহানবী (সঃ) এর আদর্শ মেনে সুন্দর স্বাভাবিক জীবনযাপন সম্পর্কে আলোকপাত করেন। এসময় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ও বিশ্ব শান্তি কামনায় মিলাদ এবং দোয়া পরিচালনা করা হয়। পরে আমন্ত্রিত অতিথি ও সেনাসদস্যদের উপস্থিতিতে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।