ঈদ উপহার নিয়ে স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-২ এর শিক্ষার্থীদের পরিবারের পাশে টীম স্বপ্নযাত্রী

496

॥ প্রেস বিজ্ঞপ্তি ॥
দেশের বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে রাঙামাটির মানুষ বিগত ঈদুল ফিতরের আমেজ থেকে এই ঈদে বঞ্চিত হলেও শহরের স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ   শিক্ষার্থীদের পরিবারের পাশে  ঈদ উদযাপন বা ঈদের আনন্দ দিতে  জেলার  স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নযাত্রী ফাউন্ডেশন” রাঙামাটি জেলা শাখার  প্রতিষ্ঠান স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-২ শিক্ষার্থী পরিবারে “স্বপ্নযাত্রী ঈদ ফুড প্যাকেজ”   বিতরণ করা হয়।

স্বপ্নযাত্রী বিদ্যাপীঠের  কর্ণধার আহমেদ ইসতিয়াক আজাদ বলেন,  আমাদের বিগত ৩/৪ বছর ধরে  নিয়মিত ঈদ আয়োজনে গতকাল থেকে দুইদিনব্যাপী  স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ উভয় প্রতিষ্ঠানে  একটু  ব্যতিক্রম আয়োজন ছিলো। কারণ দেশে চলমান করোনা ভাইরাস সম্পর্কে বোঝার মত বয়স এখনো এই শিশুদের হয়নি, আর অন্যদিকে শিক্ষার্থীদের  পরিবারের পাশে থাকাটাও  জরুরি হওয়াতে  আজ স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-২  উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

পুরো দেশের মত রাঙামাটিতে অঘোষিত লকডাউনের কারণে যখন অস্থিতিশীল সেখানে  ঈদে একটু আনন্দ ধরে রাখতে আমাদের এই উদ্যোগ।

এদিকে বিগত ৩/৪ বছর ধরে  নিয়মিত ঈদ আয়োজন কভিড-১৯ ভাইরাস মোকালায় তাদের বেশকিছু প্রজেক্ট সম্পূর্ণ  করার কারণে বিলম্বিত হয়েছে। রাঙামাটিতে তাদের ধারাবাহিক  মানবিক কার্যক্রমের ভিত্তিতে ছুটে চলছে স্বপ্নবাজরা।

অপরদিকে বিগত সময়ে স্বপ্নযাত্রী’র অত্র শাখার সভাপতি/সাধারণ সম্পাদক এর তথ্যের ভিত্তিতে জানা যায় ঈদের প্রজেক্ট পর্যন্ত করোনা মোকাবেলায় তাদের আলাদা আলাদা সমন্বয়ক কমিটির মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণ হয়েছে।