॥ গোলাম মোস্তফা ॥
উদ্দীপ্ত তরুণ সংঘ আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯ টায় শহরের এসপি অফিস সংলগ্ন নিচের রাস্তা এলাকার টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ফাহিম স্মৃতিকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় উদ্দীপ্ত তরুণ সংঘ এবং ৩য় স্থান অধিকার করে সানরাইজ স্পোর্টিং ক্লাব।
খেলা পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি আবদুল আল জিহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব রহমান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল।
এসময় জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোসনা বেগম, সাবেক কাউন্সিলর আবদুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উদ্দীপ্ত তরুণ সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনার পর অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।