॥ স্টাফ রিপোর্টার ॥
ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি’র ২৩তম বার্ষিকী উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব) এর উপস্থিতিতে বেলা ১০ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় হতে পুরাতন বাস স্ট্যান্ড এলাকার দোয়েল চত্ত্বর হয়ে পুনরায় প্রধান কার্যালয়ে এসে র্যালিটি শেষ হয়।
র্যালিতে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য সচিব ও সদস্য প্রশাসন আশীষ কুমার বড়ুয়া (যুগ্মসচিব), সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোার্ডের রাঙামাটি নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলাম, মিশ্র ফল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম, বোর্ডের উর্ধবতন কর্মকর্তা/কর্মচারীসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারী অংশগ্রহণ করেন।
র্যালিটি শেষ হওয়ার পর বেলা ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যলয়স্থ কর্ণফুলী সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব) এর সভাপতিত্বে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি’র ২৩তম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোর্ডের সহকারী পরিকল্পনা কর্মকর্তা মিজ্ ডজী ত্রিপুরা উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা ও পবিত্র ত্রিপিটক ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় বোর্ডের সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোার্ডের রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলাম, মিশ্র ফল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম, জনাব কাইংওয়াই ম্রো, গবেষণা কর্মকর্তা, বাঁশ প্রকল্পের ফিল্ড ম্যানেজার জনাব বিধান চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক প্রমুখ বক্তব্য প্রদান করেন।
সভাপতি ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদনের ফলে পার্বত্যাঞ্চলের বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর ধর্ম, বর্ণ, নির্বিশেষে চুক্তির সুফল পাচ্ছে উল্লেখ করে সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য অঞ্চলের পিছিয়েপড়া জনগোষ্ঠী উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা দেয়ার কথা বলা হয়েছে। তারই প্রতিফলন আজকের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। তাই সার্বিকভাবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য অঞ্চলের পিছিয়েপরা জনগোষ্ঠীর উন্নয়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। উন্নত সম্মৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মানে হাতে হাত মিলে সকলকে এক কাতারে কাজ করার আহবান জানান। এছাড়া বক্তারা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি’র পূর্ববর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি এবং চুক্তির পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কিত তুলনামূলক অগ্রগতি তুলে ধরেন।