॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান গণমাধ্যম কর্মীদের প্রতি উদাত্ত্ব আহ্বান জানিয়ে বলেছেন, আসুন উন্নয়ন সাংবাদিকতা করি, সকলে মিলে সামাজিক গণমাধ্যম গড়ে তুলি।
তিনি বলেন, সমাজের জন্যই সাংবাদিকতা, কিন্তু সংবাদ প্রচারের মাধ্যমে যদি সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয় তা পুরো সমাজকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। অনিয়ম অব্যবস্থাপনা বা নেতিবাচক বিষয় অবশ্যই গণমাধ্যমে আসবে উল্লেখ করে তিনি বলেন, জনগোষ্ঠীর অসুবিধা জনদুর্ভোগ এবং ভোগান্তির চিত্র গণমাধ্যমে না এলে তা কর্তৃপক্ষের গোচরে আসবে না। তবে সব কিছুর সাথে প্রথমে সমাজের উন্নয়ন চিত্র তুলে আনতে হবে। সরকার বা কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়ন করা উন্নয়ন কর্মকান্ড মানুষের সামনে তুলে ধরতে হবে। উন্নয়নের খবর জনগণের মাঝে যত ছড়াবে ততই সমাজ উন্নত হবে, দেশের অগ্রগতি হবে।
জেলাপ্রশাসক আরো বলেন, পার্বত্যাঞ্চল একটি স্পর্সকাতর ও গুরুত্বপূর্ণ অঞ্চল এই অঞ্চলের প্রতি সবার বিশেষ নজর থাকে। তাই সংবাদ পরিবেশনের সময় সাংবাদিকদের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রাখতে হবে। কোনো বিষয়ে তথ্যের ঘাটতি থাকলে সে সম্পর্কে আবার খোঁজ খবর নিতে হবে। সবার আগে সংবাদ প্রচারের চাইতে সবার চেয়ে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়টি অধিক শ্রেয়। এতে গণমাধ্যম কর্মীদের গ্রহণযোগ্যতা ও দায়বদ্ধতার প্রকাশ ঘটে।‘সিএইচটি ভয়েস ডটকম’ নামে রাঙামাটি থেকে প্রকাশিত নতুন একটি নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলাপ্রশাসক এ কথা বলেন।
অত্যন্ত জাঁকজমকের সাথে শুরু হওয়া এই নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে পোর্টালের উপদেষ্টা ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও পার্বত্য সাংবাদিক জগতের পথিকৃৎ একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ার আল হক এবং বিটিভির রাঙামাটি প্রতিনিধি মোস্তফা কামাল।
সিএইচটি ভয়েস ডটকম এর সম্পাদক মোঃ কামাল উদ্দীন এর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন সমাজে সেবক জাহাঙ্গীর আলম মুন্না। অনুষ্ঠানে প্রসাশনের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও বিভিন্ন পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ, সিএইচটিভয়েসডটকম এর নির্বাহী সম্পাদক ও ব্যবস্হাপনা সম্পাদক, জেলা ও উপজেলা প্রতিনিধিগণ মানুষ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আরো বলেন, বর্তমানে অনলাইন নিউজ এর জনপ্রিয়তা বাড়ছে। তিনি সিএইচটি ভয়েস ডটকম এর সফলতা কামনা করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে এই মাধ্যম জনগণের মন জয় করবে আমি এই প্রত্যাশা করি।
পোর্টালের এর সফলতা কামনা করে বিশেষ অতিথি মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মকান্ডের অনন্য সফলতা হচ্ছে অনলাইন নিউজ পোর্টাল, তাই আমি আশা করবো এই গণমাধ্যম সবসময় নিরপেক্ষ সংবাদ প্রচার করে দেশ ও জনগনের পাশে থাকবে।
পোর্টালের সফলতা কামনা করে বিশেষ অতিথি একেএম মকছুদ আহমেদ বলেন, সাংবাদিকতা একটি পবিত্র পেশা, তাই এই কর্মের মধ্যে সততা ও নিষ্ঠা থাকা অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, সংবাদ পরিবেশনের মুল লক্ষ্য থাকতে হবে সঠিক তথ্য পরিবেশন। সঠিক তথ্য কার বিরুদ্ধে গেলো বা কার পক্ষে গেলো সেটা গণমাধ্যম কর্মীর বিবেচ্য নয়।
অনুষ্ঠানের শুরুতে পৌর মেয়র লোগো উন্মোচন করেন এবং প্রধান অতিথি হিসেবে জেলাপ্রশাসক একটি সংবাদ পোস্ট দিয়ে পোর্টালের উদ্বোধন করেন। দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহী এই পোর্টালের নামকরণ করায় তাকেসহ প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে পোর্টালের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।