॥ বরকল প্রতিনিধি ॥
বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা তার পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সাংবাদিকদের অংশগ্রহণ নিষিদ্ধ করে দিয়েছেন। উন্নয়ন সমন্বয় সভায় সাংবাদিক অংশ নিলে তাতে নিজেদের গোপনীয় অনেক বিষয় জানাজানি হবে তাই সমন্বয় সভায় সাংবাদিক উপস্থিতি চান না এমনটাই মনে করেন বরকল প্রেসক্লাবের সদস্য নিরত বরণ চাকমা।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা উন্নয়ন সমন্বয় সভা শুরু হয়। উপজেলা চেয়ারম্যান বিধান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নিতে পারেননি কোন সাংবাদিক। এতে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিস্ময় প্রকাশ করছেন সাংবাদিক নেতৃবৃন্দ ও সচেতন মানুষ। উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় গণমাধ্যম কর্মীকে অংশগ্রহণে বারণ করায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বরকল প্রেসক্লাবের সভাপতি বিহারী চাকমা বলেন- বরকল প্রেসক্লাবের সদস্য নিরত বরণ চাকমাকে কি কারণে বিধান বাবু বারণ করেছেন তা আমার বোধগম্য হচ্ছে না। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় সভায় সাংবাদিকদের প্রতিনিধি হিসেবে প্রেসক্লাবের সভাপতিসহ গণমাধ্যম কর্মীদের সংগঠন প্রধানদের চিঠি দিয়ে আমন্ত্রণ করা হয়। অথচ উন্নয়ন সমন্বয় সভায় অংশ নিতে বরকলে সাংবাদিককে বারণ করা হয়। চালাক চতুর মানুষ উপজেলা চেয়ারম্যান হলে এমনটা হবেই।
উপজেলার রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নুইচিং রাখাইন বলেন- উপজেলার উন্নয়ন সমন্বয় সভায় সবার আগে সাংবাদিকদের ডাকা উচিত। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে গণমাধ্যমের ভুমিকা খুবই গুরুত্বপর্ণ। সেখানে সাংবাদিকদের উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় যোগদানে বাধা দেয়াটা মেনে নেয়া যায় না।
বরকল প্রেসক্লাবের সদস্য নিরত বরণ চাকমা বলেন- প্রেসক্লাবের নেতৃবৃন্দের নির্দেশে এর আগে পরপর দু’বার আমি উপজেলা উন্নয়ন সভায় যোগ দিয়েছিলাম। পরবর্তীতে সমন্বয় কমিটির সদস্য ব্যতীত কাউকে সভায় যোগ না দেয়ার জন্য মৌখিক নির্দেশ দেন উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা। উপজেলার উন্নয়ন কর্মকান্ডের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য সাংবাদিকরাই ভুমিকা রাখতে পারে। সেজন্য আমাদের আমন্ত্রণ করা উচিত কিন্তু উপজেলা চেয়ারম্যান উল্টোটাই করছেন।
বরকল উপজেলা আইন-শৃঙ্খলা সভায় যোগদানের জন্য প্রতিমাসে আমাকে চিঠি দেয়া হয়। আমি নিজ দায়িত্ব সেখানে অংশ নিই। কিন্তু উপজেলা পরিষদের সমন্বয় সভার জন্য আমাকে কোন চিঠি দেয়া হয় না। তাই আমি তাদের সভায় যাই না বলেন সাংবাদিক ও বরকল প্রেসক্লাবের সভাপতি বিহারী চাকমা। তিনি আরো বলেন- একজন সাংবাদিক ইচ্ছে করলে সে সভায় যেতে পারে। এর আগে সন্তোষ কুমার চাকমা ও মনি চাকমা উপজেলা চেয়ারম্যান থাকাকালে সাংবাদিকরা অংশ নিতাম।