উপজেলা ছাত্রলীগের হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

406

॥ শাহ আলম ॥
রাঙামাটিতে মুজিববর্ষ ও বিশ্ব পরিবেশ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১হাজার বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় রাঙামটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়। রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপজেলা পরিষদ প্রাঙ্গণ সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ফলদ, বনজসহ অন্যান্য প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও রাঙামাটি সদর উপজেলার আওতাধীন ৬টি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিনিধিদের মাঝে উক্ত বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নে গাছের চারা তুলে দেওয়া হয়।

রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুপায়ন চাকমা নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর ও বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক চাকমা, সাধারণ সম্পাদক সুখময় চাকমা, সাবেক রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হৃদয় বিকাশ চাকমা, রাঙামাটি পৌর শাখার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর আলম, সাবেক রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল আলম সাইদলসহ সদর উপজেলার ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই জানিয়ে হাজী মো. মুছা মাতব্বর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে কেন্দ্রীয় ছাত্রলীগ সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। তারই পরিপ্রেক্ষিতে গাছের চারা রোপণ করেছে সদর উপজেলা ছাত্রলীগ। পরিবেশ বাঁচাতে ছাত্রলীগের এ কার্যক্রম চলমান রাখারও আহব্বান জানান তিনি।

রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম জানান, মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। আমরা রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের পক্ষথেকে ১হাজার বৃক্ষ রোপনের উদ্যোগ হাতে নিয়েছি। আজ প্রথম ধাপে ৩০০ শত গাছের চারা রোপনের লক্ষ্যে রাঙামাটি শহরসহ সদর উপজেলা ছাত্রলীগের ৬টি ইউনিয়ন ছাত্রলীগের মাঝে চারা বিতরণ করেছি। পর্যায়ক্রমে বাকী গাছের চারা রোপন ও বিতরণ করা হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ প্রাঙ্গণ, বসতবাড়ির আশপাশে, নেতা-কর্মীদের বৃক্ষরোপণ করার নির্দেশ দিয়েছি।