উপজেলা প্রশাসনের অভিযানে বন্ধ ইটভাটা, জরিমানা ৭লক্ষ

2

গোলাম মোস্তফাঃ

রাঙামাটির কাউখালী উপজেলায় কলমপতি ইউনিয়নের ডাব্বুনিয়া এলাকায় একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এতে ৭লক্ষ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

বুধবার ( ১৯ ফেব্রুয়ারি) দুপুরে মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১২০৪/২০২২ ও ১৩৭০৫/২০২২ এর আদেশ মোতাবেক মেসার্স জেবিএম ব্রিকস, মেসার্স এটিএম ব্রিকস ও মেসার্স মোহাম্মদিয়া ব্রিকস এই অভিযান চালানো হয়।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাঙামাটি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিনুল ইসলাম, কাউখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, খাসখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল গফুরসহ ফায়ার সার্ভিস, ফরেস্ট ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে তিনটি ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স জেবিএম ব্রিকস কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর ০৫ এর ০১ ধারা অনুযায়ী ৩লক্ষ টাকা, মেসার্স এটিএম ব্রিকস কে ২লক্ষ টাকা ও মেসার্স মোহাম্মদিয়া ব্রিকস কে ২লক্ষ টাকা জরিমানা আদায় ও তিনটি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন ফায়ার সার্ভিস কর্তৃক পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।

এদিকে একই অভিযানে মোঃ সাহাবুদ্দিন, পিতাঃ মোঃ মুসা কে পাহাড় কাটার অপরাধে বাংলাদেশ পরিবেশ আইন ১৯৯৫ এর ০৬ ও ১৫ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।