ঋণ শালিশী বোর্ড করে বাংলার কৃষকদের মুক্তি দিয়েছেন শেরে বাংলা

169

এম এ জলিল

ঋণ শালিশী বোর্ড গঠন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৫০তম জন্ম বার্ষিকীতে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আজ ২৬ অক্টোবর ২০২২ বিকাল ৫ ঘটিকার সময় মতিঝিল ওয়াকফ এস্টেট মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।
আলোচনায় অংশ গ্রহণ করেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আজাদ দিপু মীর, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেন চৌধুরী, মাওলানা জাকারিয়া, সুরুজ আলী, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সমির রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির ভাষনে এম এ জলিল বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছে। আর এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পিছনে যিনি অগ্রনী ভূমিকা রেখেছেন তিনি হলেন শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক। শেরে বাংলা ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সেই প্রতিষ্ঠার কারণে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অগ্রনী ভূমিকা রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক সমাজ। আজ আমরা স্বাধীন বাংলাদেশ আজকে এই শেরে বাংলার জন্ম বার্ষিকীতে আমাদের শপথ হউক আমরা শেরে বাংলার আদর্শের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ব। সেই লক্ষ্যে বাঙালি জাতির ঐক্য চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। যে ঐক্য দিতে পারে দেশকে সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতি, ঘুষ, ঢাকা পাচার, মাদক মুক্ত, অসাম্প্রদায়িক, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে। যার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব ও শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক।