এই সরকারের সময়ে পার্বত্যঞ্চলে শিক্ষা যোগাযোগ ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে: বীর বাহাদুর

332

॥ বান্দরবান প্রতিনিধি ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে পার্বত্য এলাকার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর পাশাপাশি অন্যান্য খাতেও নানামুখী উন্নয়ন চলমান রয়েছে, এই সুবাদে পার্বত্যঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন সরকার পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ, অবকাঠামো উন্নয়ন, রাস্তা-কালভার্ট ও সেতু নির্মাণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে। এর সুফল পার্বত্যবাসী পাচ্ছে। তিনি সবাইকে বর্তমান সরকারের উন্নয়ন কাজে সহযোগিতার আহ্বান জানান।

শনিবার সকালে বান্দরবান সদরের কালাঘাটা বড়–য়ার টেকে এলজিইডির তত্ত্বাবধানে ৩৪ কোটি ১৫ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মিত ৫টি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন। উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং সদর ও রোয়াংছড়ি উপজেলার লোকজনের সাথে মতবিনিময় উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, এলজিইডি বান্দরবানের নির্বাহী প্রকৌশলী নাজমুস সাদাত জিল্লুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মোস্তফা, পার্বত্য জেলা পরিষদের সদস্য সত্যহা পাঞ্জি ত্রিপুরা, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, রোয়াংছড়ি উপজেলার চেয়ারম্যান চহাই মং মারমা, পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড নিবাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী ও এলজিইডি বান্দরবানের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দিন।

বান্দরবান এলজিইডি সূত্রে জানা গেছে, ৩৪ কোটি ১৫ লাখ ১২ হাজার ৬১১ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প হলো- কালাঘাটা হতে তারাছা ইউনিয়ন পরিষদ অফিস পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা কার্পেটিং, ড্রেনেজ ও প্রটেকটিভ ওয়ার্ড ৮ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ২৩৩ টাকা, কালাঘাটা সেতু হতে বড়–য়ার টেক পর্যন্ত চারশ মিটার রাস্তা আরসিসি পেভমেন্ট এক কোটি ৯২ লাখ ৬৩ হাজার ৯৮৩ টাকা, কালাঘাটা হতে তারাছা পর্যন্ত সড়কে প্রায় ১০০ মিটার দীর্ঘ গার্ডার সেতু ৬ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ৮৩৫ টাকা, কালাঘাটা হতে তারাছা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ রাস্তা এইচবিবি দ্বারা উন্নয়ন ১৪ কোটি ৬৭ লাখ চার হাজার ২১২ টাকা নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপন এবং রোয়াংছড়ি হতে ঘেরাও পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন তিন কোটি তিন লাখ ৮ হাজার ৩৪৮ টাকা ব্যয়ে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

বান্দরবান সদর ও রোয়াংছড়ি এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।