একদফা দাবিতে রাঙামাটি জেলা বিএনপির বিশাল শো ডাউন

104

॥ স্টাফ রিপোর্টার ॥

‘শেখ হাসিনার অধিনে কোন নির্বাচন হবেনা বলে দাবী জানিয়েছেন রাঙামাটি জেলা বিএনপির নেতাকর্মীরা’। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় রাঙামাটি জেলা বিএনপি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পদযাত্রা করেছে রাঙামাটি জেলা বিএনপি।

দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি রাঙামাটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক চত্বরের নিউ মার্কেট এর সামনে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।

এসময় সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, সদর থানা বিএনপির সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী, কেন্দ্রীয় যুবদলের উপজাতী বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা জাসাস সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক পঠন চাকমা, শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম কবির, সিনিয়র সহ-সভাপতি রবিউল আলম রবি, মহিলা দলের সভাপতি নুর জাহান পারুল, সাধারণ সম্পাদক সালেহা আকতার, তাঁতীদলের সভাপতি আনোয়ার আজিম, কৃষকদলের সভাপতি অলোকপ্রিয় চৌধুরী রিন্টু, সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ান, মৎস্যজীবি দলের সভাপতি নুরুল কবির বাচা, সাধারন সম্পাদক ফনিন্দ্র চাকমাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে নেতাকর্মীরা রাঙামাটির বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল জেলা বিএনপির কার্যালয়ের সম্মুখে এসে জড়ো হয়। দুপুর দুইটা থেকে রাঙামাটি জেলা বিএনপির অফিস ও আশেপাশ এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। পরে বিকাল সাড়ে তিনটায় পদযাত্রা শুরু হয়। প্রখর রোদ উপেক্ষা করে শত শত নেতাকর্মী পদযাত্রায় অংশ গ্রহণ করেন।