|| স্টাফ রিপোর্টার ||
একটি মানব কল্যাণ ও সেবামূলক প্রতিষ্ঠান “বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন” এবং “আশার আলো ব্লাড ডোনেশন সোসাইটি” এর যৌথ উদ্যোগে এতিম শিশুদের মাঝে পবিত্র কোরআন শরীফ প্রদান করা হয়েছে।
শুক্রবার (০৪ জুন) সকাল ১০টায় ঢাকার কেরানীগঞ্জের “হযরত আবু তালহা রাদিআল্লাহু তা’লা আনহু মাদ্রাসা ও এতিমখানায়” ৬৫ পিস পবিত্র কোরআন শরীফ প্রদান করেন সংগঠন দু’টির প্রতিনিধিরা। প্রতিষ্ঠানের শিশুরা পবিত্র কোরআন শরীফ হাতে পেয়ে বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন এবং আশার আলো ব্লাড ডোনার সোসাইটি পরিবারের সদস্য বৃন্দদের ধন্যবাদ জানায়।
এবিষয়ে বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন এবং আশার আলো ব্লাড ডোনেশন সোসাইটি পরিবারের পক্ষ থেকে বলা হয়- যাদের সহযোগিতায় আমরা এ অসহায় এতিমদের সাহায্য করতে পেরেছি, দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আল আমিন যেন তাদের কবুল করেন। পাশাপাশি সবাইকে ভালো কাজে ভালো কাজে এগিয়ে আসা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এতিম মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।