এনসিটিএফ অ্যালামনাই সাংবাদিকদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

2

শিশু ও যুববান্ধব সাংবাদিকতায় এনসিটিএফ অ্যালামনাই সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণে গাজীপুরের রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্টে ১০-১১ মে দুইদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইয়েস বাংলাদেশ-এর আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ২৫ জন এনসিটিএফ (ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স) অ্যালামনাই সাংবাদিক, যারা বর্তমানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ করছেন।

কর্মশালায় শিশু অধিকার, জেন্ডার সমতা, সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্ববোধের ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন সেশন পরিচালিত হয়।
জেন্ডারভিত্তিক সহিংসতা রোধে গণমাধ্যমের ভূমিকা এবং শিশু আইন ও কিশোর অপরাধ সম্পর্কিত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় দিক নিয়ে আলোকপাত করা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, শিশুবান্ধব গণমাধ্যম প্রতিষ্ঠা করতে হলে সাংবাদিকদের হতে হবে আরও সচেতন ও দায়িত্বশীল। পাশাপাশি তারা শিশুর সর্বোত্তম স্বার্থ রক্ষায় সাংবাদিকতার নৈতিক দিকগুলো গুরুত্ব দিয়ে চর্চা করার আহ্বান জানান।

এই কর্মশালাটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সাংবাদিকতাকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে বলে মন্তব্য করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।