এফপিএবি রাঙামাটি শাখার ‘সুখি জীবন’ প্রকল্পের উদ্বোধন

343

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি শাখার ‘সুখি জীবন’ প্রকল্পের সূচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এফপিএবি রাঙামাটি শাখার আয়োজনে প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহুরা উপমা। এফপিএবি রাঙামাটি শাখার সভাপতি মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহুরা উপমা বলেন, প্রজনন স্বাস্থ্য সেবা ও জীবন দক্ষতা উন্নয়নে কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে এফপিএবির কার্যক্রম সময়োপোযোগী বলে মন্তব্য করেছেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন শাখার কোষাধাক্ষ্য এড.আবুল কালাম আকাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, অরন্য ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক বখতিয়ার উদ্দীন, সঞ্চালনা করেন এফপিএবি’র জেলা কর্মকর্তা অরুন শীল। অনুষ্ঠানে সমমনা ৫টি বেসরকারী উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, স্কুল শিক্ষক, সাংবাদিক, শাখার প্রশিক্ষিত পিয়ার এডুকেটর ও যুব কাউন্সিলর ও প্রশিক্ষত কয়েকজন আরএইচপি অংশগ্রহণ করেন।