এসএসসিতে বিলাইছড়ির ফারুয়ায় এ প্লাস ৭ ॥ পাশের হার ৯৪.৫৫%

148

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

বিলাইছড়ি উপজেলায় এবারও এগিয়ে দুর্গম ফারুয়া উচ্চ বিদ্যালয়। তাদের পাশের হার ৯৪.৫৫%। এবং একই উপজেলার বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৬৪.৮৬ %। ফারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি ময় তঞ্চঙ্গ্যার দেয়া তথ্য মতে, এবার তাদের বিদ্যালয়ের পাশের হার ৯৪.৫৫% এবং জিপিএ ৫ পেয়েছে ৭ জন। যার মধ্যে ছেলে ৩ ও মেয়ে শিক্ষার্থী ৪ জন। তিনি জানান, এবার তার বিদ্যালয় থেকে মোট ৫৫ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে ছেলে শিক্ষার্থী ২৬ ও মেয়ে শিক্ষার্থী ২৯ জন। এবং পাশ করে ৫২ জন। যার মধ্যে ছেলে শিক্ষার্থী ২৬ ও মেয়ে শিক্ষার্থী ২৬ জন। আর অকৃতকার্য হয় ৩ জন এবং এরা সবাই মেয়ে শিক্ষার্থী।

এদিকে উপজেলা সদরের বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, তার বিদ্যালয়ে এবারের পাশের হার ৬৪.৮৬%। তিনি আরো জানান, এবারে তার বিদ্যালয় থেকে মোট ২৭৭ জন এসএসসি পরীক্ষার্থী ছিল। তবে তার থেকে ২৭৩ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে ছেলে ১২৪ ও মেয়ে ১৪৯ জন শিক্ষার্থী। এবং পাশ করে ১৭৯ জন। যার মধ্যে ছেলে ৮৫ ও মেয়ে শিক্ষার্থী ৯৪ জন। এবং অংশগ্রহণ করা শিক্ষার্থী থেকে অকৃতকার্য হয় ৯৪ জন। আর অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা ৪ জন।