॥ স্টাফ রিপোর্টার ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ছায়ায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দীপংকর তালুকদার এমপি বলেছেন, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের শক্তিকে কেউ পরাস্থ করতে পারবে না। দেরীতে হলেও পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দিয়ে প্রধানমন্ত্রী আমাদের সম্মান অক্ষুন্ন রেখেছেন উল্লেখ করে এমপি বলেন, নতুন কমিটির এই উজ্জীবনী শক্তি কাজে লাগিয়ে দলকে আরো শক্তিশালী করতে হবে এবং আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার প্রস্তুতি নিতে হবে।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের পুর্ণাঙ্গ জেলা কমিটির প্রথম পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে জেলা কমিটির পুণ নির্বাচিত সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এই মন্তব্য করেন। রোববার (২ এপ্রিল) সকালে দলীয় কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় দীপংকর তালুকদার জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে যারা নির্বাচন করায় যাদের দল থেকে অব্যাহিত প্রদান করা হয়েছিলো। সেই সকল দলীয় নেতাকর্মীদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। তবে তারা আগের স্বপদে থাকবেন না। আপাতত তারা দলীয় কর্মী হিসেবে থাকবেন। এমপি আরো বলেন, যারা রাঙামাটি জেলা আওয়ামী লীগে স্থান পেয়েছে, তাদের কেউ যদি উপজেলা কিংবা আওয়ামী লীগের সহযোগি সংগঠনের পদে থাকেন, তবে তাদেরকে রোববারের মধ্যে পদত্যাগ পত্র জমা দিতে হবে।
সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সহ-সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরসহ নব গঠিত কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীপংকর তালুকদার সদ্য ঘোষিত জেলা কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির সকল সদস্যদের পরিচয় করে দেন।